নিজস্ব প্রতিনিধি:আশাশুনি উপজেলা শিশু ফোরামের ওরিয়েন্টেশন ১৬ নভেম্বর (শনিবার) দিনব্যাপী প্রতাপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা শিশু ফোরামের সভাপতি নাওশিন ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের এই অঞ্চল দূর্যোগ প্রবণ এলাকা। যে কোন দূর্যোগে সবার আগে আমাদের এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। তাই জেজেএস শিশুদের নিয়ে যুগোপযোগী কাজ করছে। আমাদের এই অঞ্চলের শিশুরা দেশ বিদেশে জলবায়ু ন্যায়বিচারের জন্য প্রতিনিধিত্ব করবে। আজকের ওরিয়েন্টেশনের উদ্দেশ্য হলো শিশুদের উপজেলা ফোরামের দায়িত্ব ও কর্তব্য, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক, জলবায়ু ন্যায়বিচার, শিশুদের নেতৃত্বের বিকাশ, শিশুর অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিশু সুরক্ষা ইত্যাদি। জেজেএস'র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ সোহেল রানা, এ্যাডভোকেসি অফিসার মোঃ আব্দুর রহমান, সুরাইয়া খাতুন, রওশনয়ারা, প্রমূখ।
JJS-KNH-BMZ, (এসসিভিএল) প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার ১০টি উপজেলা এবং খুলনা সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ড সহ মোট ২০টি ইউনিয়নে ৪৫৬০ জন শিশুকে নিয়ে বাস্তবায়ন করছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona