রামপ্রসাদ কর্মকার, পাইকগাছা : পাইকগাছার সীমান্তবর্তী কপিলমুনি ইউপি’র কাশিমনগর বাজারে পুলিশের পেট্টোল গাড়ি লক্ষ করে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৩ পুলিশ আহত হয়েছে। এসময় পুলিশ আত্নরক্ষার্থে ৪ রাউন্ড গুলি বর্ষণ করলে দূর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল ও ২টি বিস্ফোরিত ককটেলের খোঁসা উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কপিলমুনি সদরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রতিবাদ মিছিল বের হয়।
পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদশক জাহাঙ্গীর হোসেন জানান, আজ সোমবার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচী সফল ও সরকার উৎখাৎ ষড়যন্ত্রের খবরে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম, এএসআই মতিউরের নের্তৃত্বে একদল পুলিশ পেট্টোল গাড়ি নিয়ে সীমান্তবতী পুলিশ চেকপোস্ট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমনগর নির্মানাধীন গ্রামীন মার্কেটের কাছে পৌছালে আকস্মিক অজ্ঞাত পরিচয় মুখোশধারী দূর্বৃত্তরা সংঘবদ্ধভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।