মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি, খুলনা :
কপিলমুনি বাজারকে ঢেলে সাজাতে বাজার ঘিরে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এ কাজ শুরু হয়েছে কপিলমুনি পাইকারী কাঁচামাল বাজার থেকে। মাসব্যাপী চলবে এ কার্যক্রম। শনিবার সকাল ১১ টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কপিলমুনি বণিক সমিতির সদস্য সচিব এম মাহমুদ আসলাম। এসময় তিনি বলেন,কপিলমুনি বাজারের পূর্বের পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রম ফিরিয়ে আনতে আমরা কাজ করছি।বাজারের কোথাও ময়লা আর্বজনা পূর্ণ পরিবেশ থাকবেনা। বৃহস্পতিবার ও রবিবার হাটেরদিন যে সকল ব্যবসায়ী কপিলমুনি বাজারে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আসবে তাদের যানবাহন যেন নিরাপদ জায়গায় রাখতে পারে সেজন্য কপোতাক্ষ বাইপাস সড়কের পাশে একটি গ্যারেজ স্থাপন করা হবে।কপিলমুনি বাজারকে কিভাবে উদ্ধমুখি সম্প্রসারণ করা যায় সে বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন আমাদের পাইকগাছা কয়রার এমপি মোঃ রশিদুজ্জামান।যেহেতু কপিলমুনি বণিক সমিতি ব্যবসায়ীদের সংগঠন। সেজন্য বাজারের সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে তাদের সহযোগীতায় আমরা সকল কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার হবে পূর্বের ন্যায় একটি বাণিজ্যিক মোকাম। বাণিজ্যিক ভাবেই হবে এ বাজারের সৌন্দর্য্য বন্ধন।