মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি,খুলনা :
আধুনিক কপিলমুনির রুপকার ও স্থপতি স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৬ তম শুভ জন্মতিথি উপলক্ষ্যে বাংলাদেশের ঐতিহ্যে কপিলমুনি বেদমন্দিরে অষ্ট প্রহরব্যাপী মহানাম যঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। রায় সাহেব বিনোদ বিহারী সাধু জনকল্যাণ ট্রাষ্ট এর পৃষ্ঠপোষকতায় ও এলাকাবাসীর সহযোগীতায় বেদ মন্দির ও রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এ মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হলেও ধর্মীয় এ উপাসনালয়ে যঞ্জানুষ্ঠানের আয়োজন ধারা শুরু হবে বুধবার (১৫ মে) থেকে। আর চলবে শুক্রবার পর্যন্ত। স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জন্মতিথিতে তাঁর বিদেহী আত্নার মঙ্গল কামনায় ও জীব জগতের মঙ্গল কামনায় বৈশাখী শুক্লাষ্টামী তিথিতে বেদমন্দির প্রাঙ্গণে মহানাম সুধা পরিবেশন করবেন, নিত্যানন্দ সম্প্রদায় যশোর, বন্ধন মুক্তি সম্প্রদায় বাগেরহাট, নবদ্বীপ সম্প্রদায় খুলনা, ব্রজের গোপাল সম্প্রদায়, কৃষ্ণারাণী সম্প্রদায় ও গৌর নিতাই সম্প্রদায় সাতক্ষীরা। এ ব্যাপারে বেদমন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ খুলনার মধ্যে অন্যতম স্থান রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পূর্ণ ভূমিতে অবস্থিত কপিলমুনি বেদমন্দিরটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম মন্দির। মন্দিরটি ঘিরে রয়েছে অনেক গৌরব উজ্বল ইতিহাস। প্রতি বছরের ন্যায় এ বছরও বৈশাখী শুক্লাষ্টামী তিথিতে এ মহানামযঞ্জের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলের স্বয়ং উপস্থিতিতে এ যঞ্জভূমির শ্রী অঙ্গন পুর্ণত্রি অর্জন করবে এমনটি আশা ও প্রত্যশা আমাদের সকলের।