ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কপোতাক্ষের বাঁধ ভেঙে রাড়ুলীর দুটি এলাকা ক্ষতিগ্রস্ত ; স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত

Sk Rayhan
সেপ্টেম্বর ২২, ২০২৪ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছার কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে রাড়ুলী ইউনিয়নের দুটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে নদ- নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় রাড়ুলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বজলু মেম্বারের বাড়ি এলাকার কপোতাক্ষের বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। এছাড়া একই ইউনিয়নের বাঁকা বাজার সংলগ্ন ব্রীজ এলাকার খননকৃত কপোতাক্ষের বাঁধ ভেঙে বাঁকা বাজার এবং আশেপাশের বসতবাড়িতে পানি উঠে যায়। পাশাপাশি এলাকার অনেক ফসলি জমি তলিয়ে গিয়ে ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান। এদিকে শুক্রবার এবং শনিবার দেড় শতাধিক লোক স্বেচ্ছাশ্রমে কাজ করে দুই জায়গার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়েছে বলে রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম আজাদ জানিয়েছেন। স্থানীয় এ জনপ্রতিনিধি বলেন পূর্ণিমার প্রভাবে গত কয়েকদিন এলাকার নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। এ কারণে গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের দুই জায়গা থেকে কপোতাক্ষের বাঁধ ভেঙে বাঁকা বাজার সহ আশেপাশের এলাকায় পানি ঢুকে পড়ে। টানা দুই দিন স্বেচ্ছাশ্রমে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধ শনিবার মেরামত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।