ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কবিতাঃ ফাগুনের আগুন, কবিঃ রৌনকা আফরুজ সরকার

Sk Rayhan
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

হাজারো রঙে ঘেরা ফাগুনের আকাশ
আজ চোখে চেওনা, যাবেনা ঠেকানো সর্বনাশ,
ফাগুনের আগুনে জ্বলছে আজ মধুবন
কৃষ্ণচূড়ার রঙে সেজে ওঠেছে মন।

ঘরে থাকতে চাইছেনা মন আর একা একা
এবার মনের মানুষ এসে দিয়ে যাক না দেখা,
ভেসে গেছে আমার রাজ্য ভালোবাসার প্লাবনে
গেয়ে ওঠছে মন ফাগুন গীতী বসন্ত পবনে।

ফাগুন ঝড়ে ভালবাসা মেঘে মেঘে উড়ে
জানিনা মনের মানুষ কে? থাকে কতদূরে?
মন চায় আগুন সমুদ্রে ভাসাই ভেলা
ফুল বনে খেলি ফাগুনের খেলা।

দূর থেকে কেউ যেন ডাকে আমায় ফাগুন দোলায়
তবুও একা একা মরছি আমি দারুণ জ্বালায়,
জানিনা কোন পথে আমার ফগুন ছড়ানো
এত আগুন তবুও দুঃখ জড়ানো।

জানিনা ফাগুনের চাঁদ কোথায় জ্যোস্না বিলায়?
মন আমার বারে বারে দূর গগণে হারায়।
এখনো মনের মানুষ আসেনি দুয়ারে
হাত ধরে ভাসিনি আজো জোয়ারে।

আগুন স্নানে নেই মানা
কিন্তু আমার ফাগুনের ঠিকানা অজানা,
সুখের আশায় ভ্রমর ঘুরে ফুলে ফুলে
আমার নেই কেউ ফাগুনের বোলে।

আসছে বিরতিহীন ফাগুনের ঢেউ
থামানোর যেনো পাশে নেই আমার কেউ,
বেজে যায় আনমনে ফাগুন বীণ
জানিনা কার হৃদয়ে আমার ফাগুন আসীন।

কেউ যদি আসে পথভুলে
সাজেনা ফাগুন ফুলে ফুলে,
জানিনা তরী আমার কোন কূলে
মনপবনের নাও চলছে প্রতিকূলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।