কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সকল কে অচেতন করে স্বর্ণালংকার নগদ টাকা সহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের অসুস্থ ৪ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন সহ গ্রামবাসীরা।
এর আগে শনিবার রাতে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহেশ্বরীপুর গ্রামের নিতাই বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারের প্রধান নিতাই বিশ্বাস (৬১) পুত্র উজ্জ্বল বিশ্বাস (৩৮) উজ্জলের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস (২৫) ও তাদের আট বছরের শিশু পুত্র বিজয় বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ভুক্তভোগী নিতাইয়ের ভাই মনোরঞ্জন বিশ্বাস বলেন, ওই পরিবারের সকল সদস্য প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে নিতায়ের পুত্র উজ্জ্বল প্রতিদিনের ন্যায় ভোরবেলা বাড়ির পাশে র বিলে মাছ ধরার পাতা জাল উঠানোর উদ্দেশ্যে ঘুম ঘুম অবস্থায় বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে সেখানে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এ সময় প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে বাড়িতে নিয়ে এসে দেখে বাড়ির সকলেই ঘুমে অচেতন ও তাদের আট বছরের শিশু পুত্র বিজয়ের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, তখন প্রতিবেশীরা বুঝতে পেরে তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই ঘন্টা পর উজ্জ্বল বাদে সকলের জ্ঞান ফিরে আসে।
নিতাই বিশ্বাসের ভাই মনোরঞ্জন বিশ্বাস আরো বলেন, ঘটনার দিন সন্ধ্যায় ওই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না, উজ্জলের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস বাড়ির আঙিনায় রান্নাঘরে একা রান্নার কাজ করছিল, এ সময় প্রতিবেশী জাহাঙ্গির মোড়ল রান্নাঘরের সম্মুখে দাঁড়িয়ে পূর্ণিমার কাছে কয়েকটি ঝাল কর্জ চায়, তখন পূর্ণিমা জানায় বাড়িতে কোন ঝাল নাই, তখন জাহাঙ্গির অন্য শরিক থেকে কয়েকটি ঝাল কর্জ নিয়ে আসার জন্য পূর্ণিমা কে অনুরোধ করেন। এক পর্যায়ে প্রতিবেশীর অনুরোধে পূর্ণিমা পাশের শরিক থেকে ঝাল কর্জ নিয়ে এসে দেখে জাহাঙ্গির সেখানে নাই। ভুক্তভোগীর ধারণা ঝাল কর্জের সুযোগে জাহাঙ্গির রান্নাঘরে ঢুকে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হিরণ্ময় ঢালি বলেন উজ্জ্বল বাদে সকলেই সুস্থ আছেন, তবে সেও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, তিনি বলেন, পরিবারটিতে চেতনা নাশক ঔষধের অতিরিক্ত মাত্রা প্রয়োগ করা হয়েছে। বর্তমানে সকলেই আশঙ্কা মুক্ত ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশ্বরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, আমি সেখানে যেতে পারিনি তবে এলাকাবাসীর মুখ থেকে বিষয়টি জানতে পেরেছি।
একই কথা বলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান শাহানেওয়াজ শিকারি।