ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় ছাত্রদলের মাস ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি 

Sk Rayhan
অক্টোবর ৮, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষায় মাস ব্যাপী খুলনার কয়রা  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার  ৭ (অক্টোবর)  বেলা ১১ টায়  কয়রা কপোতাক্ষ   মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ  কর্মসূচি অনুষ্ঠিত  হয়।

কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায়   বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম,  হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ। যুব দল নেতা ইছানুর রহমান,আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু),মাসুদুর রহমান,দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন,মাশরাফি মেহেদি হাসান,মিনারুল ইসলাম অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গির, মিলন,  আশিকুজ্জামান,  আঃ সালাম প্রমুখ।

ছাত্রদলের সভাপতি আরিফ বিল্ল্যাহ সবুজ বলেন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সাথে মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের   ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, এ হাসান বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষ রোপণের বিকল্প  নেই।বৃক্ষরোপণ করা একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এটি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।