কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এদিন সকাল ৭ টার সময় কয়রা সদরের থানা রোডস্থ দলীয় বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
অপরদিকে বিকাল ৩ টায় কয়রা কপোতাক্ষ কলেজ চত্বরে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোরেজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বিল্টু, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক কোহিনুর ইসলাম, সরদার মতিউর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন গাজি সিরাজুল ইসলাম আব্দুস সামাদ, সর্দার, ঢালি হাফিজুল ইসলাম,এস এম এ রহিম, রেজাউল করিম, আশারাফুল আলম , আবুল কালাম, মো. হাবিব গাজি, রওশন মোল্লা, ফেরদাউস, ফজলুল করিম, মনসুর সর্দার, কাশেম ঢালি, শহীদুল্লাহ শাহিন, কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঈছানুর রহমান,আকাবার হোসেন, ইউনুস আলী আবুল কালাম আজাদ, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম, মনজুর মোরশেদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের নূরুল ইসলাম খোকন, কয়রা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল ইসলাম খোকা,ও সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, কয়রা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন, কয়রা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মিস দিলরুবা মিজান, সুরাইয়া পারভীন, প্রমুখ,
প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বলেন আজ ৭নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি বিগত ১৭ বছর আওয়ামী লীগের দোসোররা মুছে দিতে চেয়েছিলো কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ প্রমাণিত হলো যে বাঙালি জাতি আজ ও এই দিনটিকে মনে প্রাণে স্মরণ করেন, কয়রা উপজেলা বিএনপির উদ্দেশে তিনি বলেন আমাদের সকালকে সহিংসতা ছাড়া কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona