কবির, কয়রা প্রতিনিধি: সুন্দরবনের কোলঘেষা খুলনার কয়রা উপজেলার সদরের ৫ নং কয়রা কেঁওড়া কাটা নামক এলাকায় পর্যটন কেন্দ্রে প্রস্তাবিত নির্ধারিত স্থান ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত কয়রায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৯ এপ্রিল ) বেলা ১১ টায় কয়রার সদর ইউনিয়নের ৫ নং কয়রা এলাকায় পর্যটন কেন্দ্রসহ কয়রা সদর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসরত মানুষদের জীবন-সংগ্রাম, সমস্যা ও সম্ভাবনা বিষয় গুরুত্ব দিয়ে কয়েকটি স্থান পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন কালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন কয়রার মানুষের জিবন মান উন্নয়নে কয়রার অপার সম্ভাবনাময় সন্দুরবন কেন্দ্রিক পর্যটন খ্যাতে বাণিজ্যিক ভাবে বিনিয়োগ করা ও জলবায়ুর ঝুঁকি মোকাবেলা ও সুপেয় পানি নিয়ে কাজ করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে এমপি মোঃ রশীদুজ্জামান বলেন, দক্ষিণ এ জনপদে হয়ত কোনো সোনা, রূপা কিংবা হীরার খনি নেই। কিন্তু রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন তার, মধ্যে সুন্দরবন অন্যতম। এই সুন্দরবনকে সঠিক রক্ষণাবেক্ষনের মাধ্যমে সরকার ও বেসরকারী সংস্থার সকলের সহযোগীতায় পৃথিবীর বুকে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পর্যটন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে অচিরেই কয়রায় একটি পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের পুরো উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব তা এখানে না আসলে কেউ অনুমান করতে পারবে না । এখানে প্রতি বছর বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। যা আমাদের নিত্যসঙ্গী। আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত কীভাবে মোকাবিলা করছি ইউ সেটি নিজের চোখে দেখার জন্য ও এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এখানে এসেছেন এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন উপকূলীয় অঞ্চল। এমপি বলেন, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং পানিসম্পদ রক্ষায় সরকার গৃহীত নীতি ও পরিকল্পনা, আইনের প্রয়োগ, যথাযথ বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, ভুমি পুনরুদ্ধার ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করাসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর মামুনর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ-জামান,অফিসার ইনচার্জ মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান, এস এম বাহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুস সামাদ গাজি, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারীসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona