কয়রা প্রতিনিধি : খুলনার কয়রায় কালনা শিমলারআইট অন্তাবুনিয়া বাইতুল মামুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মসজিদ কমিটির আয়োজনে শুক্রবার (৯ জুন) জুম্মার নামাজ শেষে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কারে দান সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই পৃথিবীজুড়ে লাখও দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতস্ফূর্ত দানকৃত অর্থ ও সম্পদে। আল্লাহ তায়ালা এর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হাদিসে আছে মহানবী রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করল তার জন্য তিনি জান্নাতে ঘর নির্মাণ করবেন।আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামী সংস্কৃতি বিকাশের লক্ষে প্রতিটি জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এরই মধ্যে অর্ধেকের বেশি মসজিদের উদ্বোধন করা হয়েছে। তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন ও ধর্মীয় উন্নয়ন তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ এবিএমএস হোদা(বিপিএম), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আওয়ামীলীগ নেতা,এস এম জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, আব্দুর রশিদ মোড়ল, গণেশ চন্দ্র মন্ডল, নির্মল চন্দ্র দাষ, যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, আক্তারুল ইসলাম, হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগ নেতা আমিনুল হক বাদল, বেলাল আহম্মেদ বিল্লু, ইসমাইল হোসেন প্রমুখ।উদ্বোধনে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।