নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে প্রাইভেট গাড়ি ও ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলায় আটকৃতদের আদালতের মাধ্যমে জাল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, কালিগঞ্জ থানার এ এস আই (নিঃ) শেখ জিল্লুর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার কালিগঞ্জ টু নুরনগর সড়কের রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে কার্পেটিং সড়কে সাদা রঙের টয়োটা করোল্লা প্রাইভেট গাড়িটি থামিয়ে তল্লাশি করলে বিশেষ কায়দায় রাখা ১'শ ৪৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন। এসময়ে ফেনসিডিল ব্যবসায়ী দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আমিন উদ্দিন মোড়লের ছেলে রমজান আলী মোড়ল (৪২), পূর্ব কুলিয়া গ্রামের আব্দুল্লাহ এর ছেলে ওয়েজ কুরুনী (৩৫), বহেরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (৩০) ও দক্ষিণ কুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোড়লের ছেলে ইয়াছিন আরাফাত (৩২) কে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়িটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামরা দায়ের করা হয়েছে, মামৱা নং ২৫, তাং ২৩/১০২৩। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন রহমান প্রাইভেটকার ও চারজনকে ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona