মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
২৩/০২/২৪খ্রি: তারিখ ০০.০৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ শেখ মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউনিয়নের বাঁশমঙ্গল সাকিনস্থ বাঁশমঙ্গল উত্তর পাড়া মাষ্টার বাড়ীর পাশে কাঠ বাগানের ভিতর হতে ৫২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহম্মেদ রানা(৩৫), পিতা-মাসুম মিয়া সর্দার ,স্থায়ী: গ্রাম- কাটাবিল (লিলু মিয়ার বাড়ী), উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬০ তারিখ-২২/০২/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়সাল আহম্মেদ রানা (৩৫) এর বিরুদ্ধে পূর্বের ০৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।