মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
৪ এপ্রিল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনা বাসস্ট্যান্ডসহ যানজটের গুরুত্বপূর্ণ স্পট পদুয়ার বাজার বিশ্বরোড, ক্যান্টনমেন্ট, চান্দিনা, মাধাইয়া, ইলিয়টগঞ্জ, গৌরিপুর, দাউদকান্দি টোলপ্লাজা পরিদর্শন করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার)। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে এবং সড়কপথে যানজটের কারণে যেন ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মহাসড়কে নেমেছেন কুমিল্লার জেলার পুলিশ সুপার মহোদয়।
ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামসহ অন্তত ১০ জেলার যানবাহন চলাচলের ব্যস্ততম মহাসড়ক হচ্ছে কুমিল্লা অংশ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক জনাব খন্দকার মু. মুশফিকুর রহমান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।