মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ আরেফুল ইসলাম, এএসআই(নিঃ)/ মোঃ মাসুদ রানা, এএসআই/মোঃ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন পশ্চিম চান্দিশকড়া সাকিনের মোঃ সোহাগ (৩৪), এর নিজ বসত ঘরের ভিতরে উত্তর-পূর্ব কোণের রুমে পৌঁছে আসামী মোঃ সোহাগ এর হেপাজত হতে ০২টি সাদা এয়ার টাইট পলিপ্যাকের ভিতরে রক্ষিত প্রতি প্যাকেটে ২৬(ছাব্বিশ) গ্রাম করে সর্বমোট (২৬+২৬)=৫২(বায়ান্ন) গ্রাম সাদা রংয়ের মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) এবং স্কচটেপ দ্বারা মোড়ানো ২৫(পঁচিশ)টি কালো রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেট, প্রতিটি প্রকেটের ভিতরে রক্ষিত ২০০(দুইশত) পিস করে সর্বমোট (২৫×২০০)= ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৩, তারিখ- ২৯/০৪/২০২৪ খ্রিঃ; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/১০(গ) রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৩৪) এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona