মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি :
‘মাদক ও উগ্রবাদকে না বলি, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখি’ প্রতিপাদ্যে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে “মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের মাননীয় অতিরিক্ত আইজিপি (গ্রেড-১)জনাব মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম; জেলা প্রশাসক, কুমিল্লা জনাব খন্দকার মু: মুশফিকুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) জনাব অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য অধ্যাপক (অব.) জনাব শান্তি রঞ্জন ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, কুমিল্লা জনাব আব্দুল মান্নান, বিপিএম(বার)।
অনুষ্ঠানে মাদক ও উগ্রবাদ বিরোধী সচেতনতামূলক নাটক প্রদর্শিত হয়। উপস্থিত শিক্ষার্থীগণ মাদক ও উগ্রবাদের ভয়াবহতা সম্পর্কে অবহিত হন এবং প্রতিরোধের শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিগণ মাদক ও উগ্রবাদের ভয়াবহতা তুলে ধরে প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।