মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক কক্সবাজার জেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী হলেন মোহাম্মদ সোহেল (২০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া গ্রামের জাকির আহমদ এর পুত্র।
বুধবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) রাত সাড়ে ১১টায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই/মোঃ ফরিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করাকালীন টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন প্রাইভেট কার এর মাধ্যমে মাদক পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে তা থামিয়ে তল্লাশি করা হয়।। তল্লাশির এক পর্যায়ে চালককে ব্যাপক জিজ্ঞাসাবাদে গাড়ির চাকার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল পাওয়া যায়। স্বাক্ষিদের উপস্থিতিতে উক্ত বান্ডিল সমূহ খুলে প্রতিটিতে ২০০০ পিস করে সর্বমোট ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার যার রেজিঃ নং- বগুড়া-গ-১১-০০৬৭ সহ জব্ধ তালিকামূলে জব্ধ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোহাম্মদ সোহেল (২০), পিতা- জাকির আহমদ, মাতা- মৃত নুরুন নাহার, সাং- পশ্চিম সিকদার পাড়া, দক্ষিণ হ্নীলা, ওয়ার্ড নং- ০৫, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে প্রকাশ করে। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য= ৮০০০×৩০০ = ২৪০০০০০/- (চব্বিশ লক্ষ) টাকা এবং প্রাইভেট কার এর মূল্য অনুমান ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা। এ ব্যাপারে কক্সবাজার জেলার টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।