মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি :
আজ ০২/০৬/২০২৪ খ্রিঃ ০১.৩৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নি.)মোহাম্মদ আব্দুল আউয়াল সুমন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রিকালীন নিরাপত্তামূলক ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোমতী নদীর বেড়ীবাধের উপর ৮/১০ জন ডাকাত অটোরিক্সা ও যাত্রীদের মালামাল ডাকাতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে।বিষয়টি অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানাকে অবহিত করিলে অফিসার ইনচার্জ এবং আইসি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়িসহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌছামাত্রই ডাকাত দলের সদস্যরা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় ০৪জন ডাকাত
১। সোহেল মোল্লা (৩০), পিতা- মৃত মোঃ আবুল হোসেন, মাতা- নাজমা বেগম, সাং-শাকতলা , থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
২। নেয়ামতুল(২৭), পিতা- মৃত জেহান উদ্দিন, মাতা- রাজিয়া খাতুন, সাং- শাকতলা, থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
৩। বিল্লাল হোসেন(৩৪), পিতা-মোঃ হারুন মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-দেওরা,থানা-বরুড়া, জেলা- কুমিল্লা
৪। আল-আমিন(২৩), পিতা-মইন উদ্দিন, মাতা-মৃত জাহানারা বেগম,সাং-দেওরা,থানা-বরুড়া, জেলা- কুমিল্লাদের গ্রেফতার করা হয় ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৬ তারিখ-০২/০৬/ ২০২৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এবং কোতয়ালী মডেল থানার মামলা নং-০৭ তারিখ-০২/০৬/ ২০২৪; ধারা-The Arm’s Act এর 19(f)/19A রুজু করা হয়।
*উদ্ধারকৃত মালামাল*:-
০১। ০১(এক)টি বিদেশী পিস্তল।
০২। ০১টি ম্যাগজিনে ০২(দুই) রাউন্ড পিস্তলের গুলি।
০৩। ০১(এক)টি স্টীলের চাপাতি।
০৪। ০১টি লোহার তৈরি কোড়াবাড়ি।
০৫। ০৪টি লোহার রড ।