শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল গত ২৬ জুলাই (বুধবার) তুরস্কের ইস্তাম্বুল নিসান্তাসি ইউনিভার্সিটি এবং ভারতের রামবাল রিসার্চ ইনস্টিটিউট ও পল্লবন ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাথে যৌথভাবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস্ ফর এনার্জি এন্ড ম্যানুফ্যাকচারিং (আইসিএফএমইএম)-২০২৩’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
উক্ত সম্মেলনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের চেন্নাইস্থ আন্না ইউনিভার্সিটির প্রফেসর ড. কালাইসেলভাম।
সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ইলহামি কোলাক, প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, ড. পাওলো ক্যাচিম, ড. আলা এল দীন মাহমুদ, প্রফেসর ড. মো. শামীম আহসান, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ড. হাফিজ মুহাম্মদ আলী এবং ড. ওয়েন চেং লাই। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে সর্বমোট ৬টি দেশ (দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত, বাংলাদেশ, ইউক্রেন এন্ড ইথিওপিয়া) থেকে মোট ৭২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্মেলনটি হাইব্রিড মোডে (সশরীর এন্ড ভার্চ্যুয়াল) পরিচালিত হয়, যেখানে সম্মেলনের ভেন্যু হিসাবে ভারতের পল্লবন ইঞ্জিনিয়ারিং কলেজকে ব্যবহার করা হয়। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন ইলেক্টনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসান। আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো যথাযথভাবে রিভিউ করার পর স্কপাস ইনডেক্সড জার্নাল ম্যাটেরিয়ালস্ সায়েন্স ফোরামে প্রকাশিত হবে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি বৃদ্ধি করবে বলে আয়োজকরা জানান।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona