শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ পাইকগাছার গড়ইখালী বাজারের সরকারি জায়গার উপর নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গড়ইখালী এলাকার জনৈক কামরুল ইসলাম গাইন ২০১৭-১৮ বছরে গড়ইখালী বাজারে ০৩/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে পিতা কেসমত গাইন এবং ০৪/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে ও দাদীমা মহরম বেগম এর নামে ১ শতক জমি একসনা বন্দোবস্ত প্রাপ্ত হন। বন্দোবস্ত জমির উপর ইতোমধ্যে পাকা টিন সেডের ঘর নির্মাণ করা হয়েছে। এদিকে সরকারি নীতিমালা উপেক্ষা করে বন্দোবস্ত গ্রহীতা কেসমত গাইন ও তার লোকজন বন্দোবস্ত জমির দক্ষিণ পাশের সরকারি অতিরিক্ত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আফরোজ শাহীন খসরু রোববার দুপুরে ঘটনাস্থলে যান।
এসময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এসময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউনিয়ন ভ‚মি উপসহকারী কর্মকর্তা জালাল আহম্মেদ ও সার্ভেয়ার কাওসার আহম্মেদ। এদিকে মহরম বেগমের নামে বন্দোবস্ত কেসটি তার মৃত্যুরপর অনুমোদন করা হয়েছে এমন অভিযোগ করেছেন এলাকার লোকজন। এমন অভিযোগ প্রসঙ্গে সার্ভেয়ার কাওসার আহম্মেদ বলেন, বন্দোবস্ত কেসটি যখন হয়েছে তখন যিনি দায়িত্বে ছিলেন তিনিই ভালো বলতে পারবেন। এ ব্যাপারে আমার কোন কিছু জানা নাই।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona