মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি, খুলনাঃ
২৫শে ডিসেম্বর রোজ সোমবার সকাল ১০টার দিকে শিশুকন্যা নুসরাতের মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সরোজমিনে গিয়ে জানা গেছে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের রহমতুল্লাহ খাঁন বাবুর একমাত্র কন্যা সন্তান এই নুশরাত।সকালে নুশরাত তার দাদীর সাথে পাশের বাড়ি বেড়াতে যায়। পাশের উঠানের কুল গাছ থেকে ১টা কুল দেয় শিশুকন্যা নুশরাতের হাতে। মুহূর্তের মধ্যে শিশুটি সেই কুল মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করে ঠিক তখনই কুল শিশুটির শ্বাস-নালীতে বেধে যায়। সেই মূহুর্তে নুশরাতের বাবা রহমতুল্লাহ খাঁন বাবু নুশরাতকে নিয়ে তালা সরকারি হাঁসপাতালে নিয়ে যায়। হাঁসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির শ্বাস-নালী হতে কুল বের করার আগেই শিশু নুশরাতের মৃত্যু হয়। নুশরাতের মৃত্যুর খবর পেয়ে রহমতুল্লাহ খাঁন বাবুর বাড়ি হাজারো মানুষের ঢল নামে। এ রিপোর্ট লেখার সময় মৃত্যুর খবর পেয়ে কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার ঘটনাস্থলে এসে হাজির হন।