আব্দুল্লাহ আল মামুনঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আড়ম্বরতার সাথে আজ ১০ ই ফেব্রুয়ারী, শনিবার 'সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' এর নবীন বরণ ও চড়ুইভাতি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফরেস্ট্রী পরিচালক কার্যালয় সংলগ্ন মাঠে এটি আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে এসোসিয়েশনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রোগ্রামটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন, দর্শন বিভাগের অধ্যাপক মোঃ কোরবান আলি, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার দে, সংগঠনটির ছাত্র উপদেষ্টা ও সাবেক সভাপতি মির্জা সুমন হাসান, ছাত্র উপদেষ্টা ও সাবেক সিনিয়র সহ সভাপতি আতিকুল ইসলাম। অতিথিরা তাদের বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ, ক্যারিয়ার সচেতনতা ও ভ্রাতৃত্বের বন্ধন সম্পর্কে কথা বলেন। এছাড়া সংগঠনটির সভাপতি সাঈদ হাসান তার বক্তব্যে সংগঠনের কার্যক্রম বর্ণনা ও আগামীর পরিকল্পনা ব্যক্ত করার পাশাপাশি চবিতে সাতক্ষীরার সকল শিক্ষার্থীর মধ্যে সুদৃঢ় বন্ধন ও আন্তঃযোগাযোগ সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন। নবীন শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা জেলা এসোসিয়েশন সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona