নিজস্ব প্রতিনিধিঃ আজ ০৪ মার্চ, পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায়, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) সমৃদ্ধি কর্মসুচির আওতায় ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদে বিশেষ চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজিবর রহমান, চেয়ারম্যান - দেবহাটা উপজেলা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান সবুজ - উপজেলা ভাইচ চেয়ারম্যান, দেবহাটা, জনাব জি.এম. স্পর্শ - উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান, দবহাটা এবং জনাব বি.এম. হাবিবুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার - আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম, সাস। ক্যাম্পে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম , চেয়ারম্যান, ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদ, দেবহাটা, সাতক্ষীরা।
উক্ত ক্যাম্পে মোট ২৬৫ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তার মধ্যে ১২৬ জনকে রিফ্রাকশন (চশমার পাওয়ার পরীক্ষা) করানো হয়েছে এবং ৪৩ জনের ছানি অপারেশনের জন্য বিএনএসবি, খুলনায় নেওয়া হয়েছে।
এছাড়া উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, শাখা ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোজ কুমার হালদার, ডা. মোছাঃ শামীমা খাতুন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোঃ আছাফুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম, সকল স্বাস্থ্যপরিদর্শক, শিক্ষক ও অত্র এলাকার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন জনাব মোঃ ওয়ালিদ হোসেন, কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি, সাস, সখিপুর ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona