মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নেতাকর্মীদেরকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক বৈঠকে ডা: তাহেরের নির্দেশে আগামী শনিবার (২৪ আগস্ট) গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
বৈঠকে নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার প্রায় সকল গ্রাম প্লাবিত হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে বন্যার্ত মানুষের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা জামায়াত নেতাকর্মীদের প্রধান কাজ। জাতির এমন দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ। তাই, গণসংবর্ধনা স্থগিত ঘোষণা করে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona