দিলাম জলে ভাসিয়ে জলশাড়ী
প্রাসাদ ছেড়ে এসো তাড়াতাড়ি,
জলবাতাসে উড়ছে আচল
সাগর নদী হলো সচল।।
নেচে নেভাও জলছন্দে
জলপাহাড় জ্বলছে আনন্দে
আজ ইচ্ছে মতো ফুটাও ফুল
ভালোবাসায় সবই নির্ভুল।।
জলসুরে ডাকছি তোমায় আমি জলবাসী
উড়িয়ে আচল হব জলবনে সর্বনাসী,
চুপিচুপি বাসবো ভালো জল মেঘের ছায়ে
এসো এসো জলরাজ জলপবনের নায়ে।।
পিপাসার্ত আমি জলরাণী
শুনাও তোমার বাণী
পরাও তোমার জলটিপ
জ্বালো জ্বালো তোমার জলপ্রদীপ।।
তোমার প্রদীপে পুড়ে হব বন্য
জলরাজ্যে তুমি হবে অনন্য,
জলকলমে জলরংএ লিখবো ইতিহাস
জলছাপে হবে ধন্য জলের পরবাস।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona