সমাজ চেতনা ডেস্কঃ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে সিত্রাং আঘাত করেছিল চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহে। এই দুর্যোগের পর দেড় মাসের বেশি সময় কেটে গেছে। অথচ সিত্রাংয়ের প্রভাবে ঝরা বৃষ্টির পানি এখনো জমে আছে শরীয়তপুর জেলার অন্তত তিন হাজার হেক্টর জমিতে। এসব জমিতে পানি জমে থাকায় ফসল আবাদ করতে পারছেন না কৃষকেরা।
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় ৮২ হাজার ৯৪৯ হেক্টর আবাদযোগ্য কৃষিজমি আছে। এর মধ্যে নিচু জমি আছে ৯ হাজার ৫৭৫ হেক্টর। বর্তমানে কৃষকেরা মাঠে বোরো ধানের বীজতলা, বোরো ধান, রবি শস্য এবং তেল, ডাল ও মসলা জাতীয় ফসলের আবাদ করছেন। তবে নিচু এলাকার ওই তিন হাজার হেক্টর এলাকায় কৃষকেরা কোনো ফসল আবাদ করতে পারছেন না।
সূত্রঃ প্রথম আলো
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona