ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জুয়ার আড্ডায় পুলিশের অভিযান, দৌঁড়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু

Sk Rayhan
ডিসেম্বর ১৪, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াদ হোসেন, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় এক জুয়ার আড্ডায় (তাস খেলা) অভিযান চালিয়েছে তালা থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় পুলিশ জুয়ার আড্ডায় তাড়া করলে দৌঁড়ে পালাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম আবুল হোসেন (৫০)। তিনি উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মৃত মো. জব্বার মোড়লের ছেলে। আবুল হোসেন পেশায় একজন কৃষক ছিলেন।

তালা থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি,মাগুরা ডাঙ্গা গ্রামে তাস খেলা হচ্ছে এবং খেলার নামে জুয়ার আসর পাতানো হয়েছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় তালা থানার এস.আই রাজীব সরকার। পুলিশের উপস্থিতি জানতে পেরে আবুল হোসেন নামে ওই ব্যক্তি দৌঁড়ে পালাতে গিয়ে হোচট খেয়ে মারা যায়। তবে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর দুই জুয়াড়িকে আটক করে থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।