ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Sk Rayhan
মার্চ ২২, ২০২৩ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদ সিকদার : ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) দুপুরে সদর উপজেলা মিলনায়তনে বিতরণ অনুঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের যে কি পরিমান সহায়তা করেছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। আওয়মী লীগ ক্ষমতায় আসার পরে শহরের বসবাস কারি মানুষের চাইতে গ্রামের মানুষ অনেক ভালো আছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদপ্ত উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সমাজসেবা অধিদপ্ত উপপরিচালক শাহপার পারভীন,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।

অনুষ্ঠানের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২/২৩ অর্থ বছরে খরিপ এক ২০২৩/২৪ মৌসুমে উফশী আউশ চাষাবাদ সহোয়োগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। ঝালকাঠি জেলায় ২০ হাজার কৃষক এ সহোয়োগিতা পেয়েছে। একই অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।