মাসুদ সিকদার :: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ১৩ সেপ্টেম্বর উপজেলার পুটিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আল আমিন পলাতক রয়েছে।
হত্যার স্বীকার বিথি আকতার (২৩) উপজেলার আঙ্গারিয়া এলাকার মো. ছত্তার মোল্লার মেয়ে এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার আল আমিন (২৫) এর স্ত্রী। বিথি আক্তারের ৪ বছরের সিজান নামের একটা সন্তান রয়েছে।
নিহত বিথি আকতারের পরিবার অভিযোগ করে বলেন, বিথির সাথে ৬ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক চাওয়া শুরু করে আমরা মোটামুটি বাসার অনেক মালামাল কিনে দিয়েছি। গত কয়েক মাস থেকে আল আমিন একটা মোটরসাইকেল কেনার টাকা চেয়ে বিথির উপরে নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন আগে ২৫ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে। বুধবার দুপুরেও বিথিকে শারীরিক নির্যাতন করে আমরা শুনতে পাই এবং বিথির শরীরেও আলামত আছে। কিন্তু মেরে মুখের ভিতরে চালের পোকা মারার ঔষধ দিয়ে বিকেল ৪ টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। আমার এই হত্যাকাণ্ডের বিচার চাই।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় আনা হয়। সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona