ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তালায় তক্ষক সাপ’সহ পিতা-পূত্র আটক

Sk Rayhan
মে ২৫, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জিএম শফিউর রহমান,তালাঃ বুধবার (২৫ মে) রাত ১ টায় পুলিশের অভিযানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী দুটি তক্ষক সাপসহ দুজন প্রতারককে আটক করেছে তালা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, তালা উপজেলার দেওয়ানী পাড়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৫০) ও রেজাউল বিশ্বাসের ছেলে জিয়াউর বিশ্বাস (২২)।

জানা গেছে, বুধবার রাতে তালা থানা পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানী পাড়া এলাকায় দুটি তক্ষক সাপ বিক্রয় করার নামে প্রতারণার ফাঁদ পেতেছে দু,জন ব্যক্তি। এমন সংবাদের পর ওই এলাকায় অভিযানে যায় তালা থানা পুলিশ। এ সময় দুটি তক্ষকসহ পিতা-পূত্রকে আটক করে থানায় আনেন।

এ সময় প্রতারকদের শাস্তির আওতায় আনার লক্ষ্যে থানায় হাজির হন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার মৎস্য বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য,ওয়াল্ড লাইফ মিশন তালার সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, ওয়ার্ল্ড লাইফ সেভ কাউন্সিলের সভাপতি সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো: ফয়সাল হোসেন, ওয়াইল্ডলাইফ মিশনের কোষাধ্যক্ষ শেখ রেদওয়ান উল ইসলাম, সিনিয়র সদস্য সেলিম শেখ, সেভ ওয়াল্ড লাইফ এর সভাপতি মো: ইমরান হোসেন রিপন প্রমুখ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, দুটি তক্ষক সাপ সহ দু জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখার সময় আটক দু’জন থানা হাজতে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।