সমাজ চেতনা ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলার এইচ,এম শাহপুর দাখিল মাদ্রাসায় মুজিব কিল্লা ও জেঠুয়া জিসি থেকে বুধহাটা জিসি'র গরালী কালভার্ট থেকে মেশারডাঙ্গা পর্যন্ত সড়ক উদ্বোধন করেন জাতীয় সংসদের সম্মানিত সদস্য (১০৫) এড.মুস্তফা লুৎফুল্লাহ।
বুধবার (৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় প্রথমে সড়ক এবং পরে মুজিব কিল্লা উদ্বোধন করেন তিনি।
মুজিব কিল্লা উদ্বোধন অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফা লুৎফুল্লাহ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুরশিদ আলম, সহ-সম্পাদক রাজিব হোসেন রাজু, এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এম মোবারক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ গাজী মহাতাব উদ্দীন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, আব্দুল গফুর গোলদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম মোড়লসহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আলহাজ্ মাওঃ ইউনুসুর রহমান। প্রদান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে উদ্বোধনকৃত সড়ক ও মুজিব কিল্লা অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১ কোটি ৬৫ লাখ ৫৬ হাঁজার টাকা ব্যায়ে দেঁড় কিলোমিটার পাকা সড়ক এবং ২ কোটি ৫০ লাখ ২৭ হাঁজার টাকা ব্যায়ে বাস্তবায়িত হচ্ছে মুজিব কিল্লা।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona