ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দায়সারা ভাবে শাহপুর খাল খননের কাজ শেষ করলো পানি উন্নয়ন বোর্ড

Sk Rayhan
মার্চ ১৫, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সমাজ চেতনা ডেস্কঃ সাতক্ষীরা পওর বিভাগ-২, বাপাউবো সাতক্ষীরা এর আওতায় ২ কোটি ৮১ লাখ টাকা ব্যায়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর খাল খননের কাজ দায়সারা ভাবে শেষ করলো পানি উন্নয়ন বোর্ড । এ খালের দৈর্ঘ ৩,৪০০ মিটার, যা সাতক্ষীরা জেলার পোল্ডার নং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থান উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প।

সরেজমিনে ঘুরে দেখা যায়, এ খালের কোথাও সরু, কোথাও প্রশস্ত, কোথাও পাড় ধ্বসে খাল বন্ধ হয়ে গেছে, কোথাও আবার বড় বড় বাঁধ রেখে দিয়েছে ইত্যাদি । এছাড়া খনন কাজের শেষ প্রান্তে আনুমানিক ৫০০ গজ খননই করেনি।
পরিদর্শনকালে অনেকে অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ন্যাশনাল’ এর কর্তা ব্যক্তিরা কারো কারো বাড়ি দাওয়াত খেয়ে তাদেরকে বিশেষ সুবিধা দিয়েছে। কাদের সরদার এবং আনারুল সরদার নামে দু’ব্যক্তির বাড়ি রক্ষা করার জন্য নগদ অর্থ নেয়ারও অভিযোগ আছে ঠিকাদারের বিরুদ্ধে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শামসুল হুদা পল্টু সমস্যা প্রবণ জায়গাগুলোতে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এস,ও) আব্দুল মতিনকে একাধিকবার ফোন দিয়ে অনুরোধ করেছেন। কিন্তু, তবুও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার (১৫ মার্চ) তারা খনন কাজ শেষ করেছে, স্কেভেটর তুলে নিয়ে গেছে । তাই, সংষ্কার কাজগুলোর কি হবে,তা নিয়ে এলাকাবাসী সংশয়ে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।