নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ সংবাদদাতাঃ
দুবাই প্রবাসী বিল্লাল হোসেন বলেন ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুবই খুশির, অনিশেষ আনন্দের, নিসীম আহ্লাদের। এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, অনন্য আমেজ। বিশেষ করে তাদের জন্য,যারা স্বদেশে পরিবার-পরিজন নিয়ে ঈদ করেন বা পরিবার নিয়ে প্রবাসে থাকেন।
কিন্তু বিপরীতে যারা পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন ছাড়া দেশের বাইরে থাকেন, তাদের গল্পটা ভিন্ন, বড়ই নিরানন্দের। করোনাকালে প্রবাসীদের ঈদ আরো নিরানন্দের, অতলান্ত কষ্টের, অনেকের চাকরি নেই। কেউ কেউ স্বজনদের সাথে ঈদ আনন্দে শামিল হতে দেশে আসতে পারছে।
তিনি আরো বলেন, কারো কারো বেতন অর্ধেক, কেউ দেশে ছুটিতে এসে দিকভ্রান্ত। সচেতন মহলের সকলেই জানি, একজন সাধারণ মানুষ ব্যথা সহ্য করেন সর্বোচ্চ ৪৫ ইউনিট ডেল।
দুবাই প্রবাসী বিল্লাল হোসেন বলেন, দেশে বসে সুন্দর সুন্দর গল্পের ইতি টানা যায়, দেশে বসে প্রবাসের অনুভূতি নেয়া যায় না। কষ্টের, হৃদয় দহন অনুভব করা যায় না, প্রত্যেক প্রবাসীর রয়েছে অব্যক্ত, নীল কষ্ট। এ যেন সংগ্রামী জীবনযুদ্ধের এক একটি উপাখ্যান।
বিল্লাল হোসেন বলেন, প্রবাসীরা চাপা রাখেন নিজেদের কষ্ট। তারা ছোট ছোট সুখগুলো পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন। কষ্টগুলো হৃদয়ে পুঁতে দেন। ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার আশায়, নিজের জীবনের ছন্দময়, বর্ণময়, আনন্দময় দিনগুলোকে কবর দেন তারা।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona