ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

Sk Rayhan
আগস্ট ১৪, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোরশেদ আলম, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ট্রাক চলাচল বন্ধের দাবি সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। সোমবার দুপুরে ঘন্টাব্যাপী পৌর শহরের এম কে সি এম মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার সহ-সভাপতি নূর আলম খান, সহ সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,এইচএসসি পরীক্ষার্থী সাদেকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনের দাবিগুলো ছিল- আসন্ন এইচএসসি পরীক্ষা সহ সকল পরীক্ষা চলাকালীন সময়ে দুর্গাপুরে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। সুসং সরকারি মহাবিদ্যালয়ে অবিলম্বে অনার্স কোর্স চালু করতে হবে। শিক্ষা উপকরণের দাম কমাতে হবে। শিক্ষাখাতে পূর্ণ বিবেচনা করে বরাদ্দ বাড়াতে হবে।

বক্তারা এসব দাবি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।