ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ বিষয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষন

Sk Rayhan
মার্চ ৪, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ৪ মার্চ সোমবার সকাল ১১ টায় থ্রিভিং লোকাল হেলথ সেন্টার, দেবহাটা প্রকল্পের আওতায় এ্যামেরিকিয়ারসের সহযোগিতায় স্বাস্থ্যসেবা ও যোগাযোগ বিষয়ে একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। হাদীপুর ডিআরআরএর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের অংশগ্রহনকারী ছিলেন দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের সকল সিএইচসিপি এবং সিএইচডব্লিউসহ মোট ২৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত। প্রশিক্ষক হিসেবে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন এম এ রশিদ ও নারগিছ সুলতানা। অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।