আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা ১৪৩০ কে সাড়ম্বরভাবে বরন করা হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল, ২৩ ইং সকাল সাড়ে ৮টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী বনবিবির বটমূলে গিয়ে শেষ হয়। পরে বনবিবির বটমূলে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে দেবহাটা উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ সঙ্গীত পরিবেশন করেন। এসময় এখানে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।