আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান,আষাঢ় শুক্রা দ্বিতীয়া তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতিবছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলার পর এ অনুষ্ঠানটি শেষ হয় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে। সে মোতাবেক রোববার (৭ জুলাই) থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব শেষ হবে ১৪ জুলাই। দেবহাটা উপজেলার পাটবাড়ি, আটশতবিঘা, পারুলিয়া জেলিয়াপাড়া, কুলিয়া, সখিপুর বিশ্বাস পাড়া সহ বিভিন্ন এলাকায় এবারের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। রথযাত্রা উৎসব কে ঘিরে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।