ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পরীক্ষা কমিটির সভা; বন্ধ হচ্ছে পারুলিয়ার সার্কাস

Sk Rayhan
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা।। অবশেষে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী থেকে দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে আয়োজিত সার্কাস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হবে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি। এদিকে এই পরীক্ষার আগে জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সার্কাসের আয়োজন করে একটি চক্র। আর নামমাত্র সার্কাসের আয়োজন করে সেখানে অসামাজিক নাচ ও জুয়ার আসর বসানোর চেষ্টাও করে আয়োজকরা। বিষয়টি নিয়ে একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সেখানে অসামাজিক নাচ বন্ধ করে ও জুয়ার আসর বসানোর সুযোগ দেয়নি প্রশাসন। তারপরেও পরীক্ষার পূর্ব সময়ে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিপাকে ফেলা হয় এসএসসি পরীক্ষীদের। এতে অন্তিম মুহুর্তে প্রস্তুতি নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার কথা মাথায় রেখে অবশেষে ১৩ ফেব্রুয়ারী থেকে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভায় সুন্দর ও সুষ্ঠ ভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে জানানো হয়। সেই সাথে কোন প্রকার নকল করা বা ভূয়া শিক্ষার্থী সাজিয়ে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ যাতে কেউ নিতে না পারে সেজন্য সকলকে সতর্ক করা হয়। বোর্ডের নির্দেশ মোতাবেক সকল নিয়ম পালনে প্রশাসন কাজ করবে। এবছর উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ৩৮৬ জন, পারুলিয়ার এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬২ জন, হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন এবং ২টি ভেনু কেন্দ্রে ৫৩ জন অংশ গ্রহন করবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।