ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বই উৎসবে ইউএনওর শিক্ষার্থীদেরকে বই প্রদান

Sk Rayhan
জানুয়ারি ১, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা প্রতিনিধি।। সারা দেশের ন্যায় দেবহাটা উপজেলার বিভিন্ন স্কুলে বই উৎসবে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে নতুন বই প্রদান করেছেন। সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলের ভিতরে একটি অন্য রকমের অনুভুতি কাজ করছিল। বছরের প্রথম দিন নতুন বই উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।১ জানুয়ারি ২০২৪ ইং সোমবার দেবহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পরে দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলে বই উৎসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, শিক্ষক আব্দুল আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ। এ বছর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এবং প্রাথমিক পর্যায়ে কয়েক হাজার শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।