ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৩ উদযাপন

Sk Rayhan
নভেম্বর ২০, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় “রাইট টু গ্ৰো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দেবহাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একযোগে বিশ্ব শিশু অধিকার দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
(২০ নভেম্বর) সোমবার আন্তর্জাতিক শিশু অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টায় দেবহাটা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে মোট পাঁচটি (০৫) ইউনিয়নের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ও সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং “রাইট গ্রো প্রজেক্ট” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভাসহ পট গান এর আয়োজন করা হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়নে একই সাথে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ সকল বক্তারা “শিশু পুষ্টি, সুরক্ষা এবং পূর্ণ সম্ভাবনার সাথে প্রতিটি শিশুর বিকাশের” উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসী এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পাল শিশুর অধিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। এসময় দেবহাটা উপজেলার প্রত্যেকটি গ্রাম ও ইউনিয়নে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন থাকার আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্ব ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আসাদুল হক, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, গোলাম ফারুক বাবু এবং আব্দুল মতিন বকুলসহ ইউনিয়ন পরিষদের সদস্য, ইউপি
সচিব, উদ্যোক্তা এবং প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন গ্রুপের সদস্য, স্থানীয় উদ্যোক্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেবহাটা রাইট টু গ্রুপ প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অফিসের তানজিমা আক্তার, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরীসহ প্রজেক্টের প্রত্যেক ইউনিয়ন ফ্যাসিলেটর ও কমিউনিটি প্রোমোটারবৃন্দ। উল্লেখ্য, দেবহাটায় ৫ টি ইউনিয়নে নেদারল্যান্ডস্ সরকারের অর্থায়নে রাইট টু গ্ৰো প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।