আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধঃ
দেবহাটা উপজেলার সখীপুর থেকে ১০৯ ক্যারেটে প্রায় ২২শ কেজি ক্যামিকেল মিশ্রিত অপরিপক্ক গোবিন্দভোগ পাকা আম জব্দ পরবর্তী। দুইটি পরিবহন ও একটি মিনি পিকআপ থেকে উক্ত আম জব্দ করা হয়। আর ক্যামিকেল মিশ্রিত অপরিপক্ক আম মোবাইলে কোর্ট পরিচালনা করেন,দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। অভিযান চালিয়ে বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে বুধবার (১ মে রাত) ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন থেকে এ আম জব্দ করা হয়। তবে ওই সময়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে,ব্যাবসায়ীরা সেখান থেকে কৌশলে পালিয়ে চলে যায়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিকেল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে তা ঢাকা সহ বিভিন্ন বাজারজাত করা হবে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনপ্রতিনিধিকে সাথে নিয়ে প্রায় ২২ শ' কেজি আম জব্দ করা হয়। দেবহাটার কিছু আম ব্যবসায়ী মিলে প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে ঢাকাসহ বিভিন্ন বাজারজাত করে বলে স্থানীয়রা জানায়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকলের সম্মুখে জব্দকৃত আম গাড়ির চাকায় বিনষ্ট করা হয়।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona