ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার কুলিয়ায় জলবায়ু পরিবর্তনে উন্নত চুলার প্রভাব বিষয়ে উদ্ধকরণ সভা

Sk Rayhan
আগস্ট ২৪, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়ায় উন্নত চুলায় রান্না ও সখী হট ব্যাগ ব্যবহার বিষয়ে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪আগষ্ট) সকাল ১১টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইডকল বিশ্বব্যাংকের সহযোগিতায় ও উন্নয়ন পরিষদ (উপ) শ্রীপতিপুর, কলারোয়া ও ভ‚মিষ্ঠ কাটিয়া সাতক্ষীরার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনে উন্নত চুলার প্রভাব বিষয়ে উদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের হাউস হোল্ড এনার্জি প্ল্যাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ ও সদস্য (যুগ্ন সচিব) স্প্রেডা সালিমা জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নিবার্হী অফিসার মো: ইয়ানুর রহমান, উন্নয়ন পরিষদ (উপ) এর নির্বাহী পরিচালক মো: আ: সালাম, ইডকল এর বিভাগীয় ব্যবস্থাপক নুরুল হুদা। এসময় বক্তারা বলেন, প্রতিদিন রান্নার কাজে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী জ্বালানি হিসেবে কয়লা, কাঠ কৃষি অবশিষ্ট ও ঘুটে ইত্যাদির উপর নির্ভর করে থাকে। এই সমস্ত জ্বালানী পোড়ানোর ফলে ঘরের ভিতরে সৃষ্ট ধোয়া থেকে বায়ূ দূষণ হয়, যার ফলে বছরে প্রায় দুই মিলিয়ন মানুষের মৃত্যু হয়, যার মধ্যে অধিকাংশই শিশু এবং মহিলা। আমাদের তথা বাংলাদেশের প্রেক্ষাপটে মহিলারা রান্না বান্না সংক্রান্ত কাজে দিনের দুই তৃতীয়াংশ সময় ব্যয় করে থাকেন, যার ফলে বায়ূ দূষণে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে, রোগমুক্ত তথা সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সালের মে মাসে ইডকল উন্নত চুলার উদ্বোধন করেন। বাংলাদেশে রান্না ও অনন্য কাজে প্রতিবছর ১২০ কোটি টন জ্বালানি কাঠ লাগে। এই প্রল্পের আওতায় ৩০০০ হাজার কর্মসংস্থান হয়েছে।
আপনাদের অঞ্চলে এই প্রকল্পটি নতুন কাজ শুরু করেছে, ভূমিষ্ঠ এনজিও সংস্থার মাধ্যমে, ইডকল উন্নত চুলা ব্যবহার করার আহবান করেন।
এসময় প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, এইচ আর অফিসার উম্মে হাবিবা পারভীন, ভ‚মিষ্ঠ নির্বাহী পরিচালক পারভীন খাতুন, প্রোগ্রাম কো-অডিনেটর তৌহিদুজ্জামান, প্রোগ্রাম সুপারভাইজার আশরাফুল ইসলাম, মনিটারিং অফিসার ফিরোজ আহমেদ, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেনসহ অত্রপ্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম রবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।