আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার কুলিয়ায় স্ত্রীর পরকীয়ার জেরে আ: সালাম (৩০) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের আ: মজিদ গাজীর ছেলে। শুক্রবার (২১জুন) দুপুর আনু: সাড়ে ১২ঘটিকায় সময় বহেরা মাঝের পাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, আ: সালামের সাথে একই পাশর্^বর্তী পুষ্পকাটি (কলখালী) গ্রামের আহাদ গাজীর কন্যা সালমা খাতুন (২৬) সাথে দশ বছর পূর্বে বিবাহ হয়। তাদের সাব্বির হোসেন (৮) নামে একটি পুত্র সন্তান রয়েছে। আ: সালামের পরিবারের অভিযোগ, আ: সালামের স্ত্রী সালমা খাতুন একই গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র দুই সন্তানের জনক মিলন (২৮) এর সাথে দীর্ঘদিন যাবত অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে উঠে। মিলন রাতে সালামের বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করার সময় সালামসহ এলাকাবাসীরা দেখে ফেলে। তার কারনে গ্রামে কয়েকবার সালিশী বৈঠক হয়। কিন্ত বার বার সালিশ করার পরও তাদের অবৈধ মেলামেশা থেমে থাকেনি। একপয্যায়ে গত তিন মাস পূর্বে আ: সালামের স্ত্রী সালামকে তালাক দেয়। তালাকের পরও তার স্ত্রী সালামের সাথে ঘর সংসার অবস্থায় গত ২০দিন পূর্বে আ: সালামকে গ্যারান্টার করে কৌশলে ব্র্যাক ব্যাংক হতে ২০হাজার উত্তোলন করে। টাকা উত্তোলন করার কয়েক দিন পর আবারও গোলযোগ করে জিনিসপত্র নিয়ে সালামের স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। বাপের বাড়িতে যাওয়ার পরও সালাম শুনতে পায় তার স্ত্রী আবারও মিলনের সাথে পরকীয়ায় আসক্ত হয়। শুক্রবার সকালে সালামের স্ত্রী সালমা খাতুন তার প্রেমিক মিলনের কাছ থেকে বাজার করে নেয় এবং বাজার নিয়ে বাপের বাড়িতে যাওয়ার সময় তাদের দুইজনকে সালাম এক সঙ্গে দেখতে পায় এই কষ্ট সহ্য না করতে পেরে সে বাড়িতে চলে এসে দুপুরে ঘরের দরজায় তালা দিয়ে আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। আ: সালামের ভাবী নাছিমা খাতুন প্রথমে সালামকে ঝুলান্ত অবস্থায় দেখতে পায়। তারপর তার আত্মচিৎকারে তার মাসহ প্রতিবেশীরা ছুটে আসে। একপয্যায়ে স্থানীয় গ্রাম্য পুলিশ মাসুম বিল্লাহকে প্রথমে জানালে তিনি দেবহাটা থানায় সংবাদ দেয়। সংবাদ দেওয়ার পরপরই বেলা আড়াই ঘটিকায় দেবহাটা সার্কেল ও দেবহাটা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেন জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।