আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি।। দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও চিকিৎসা প্রদান ক্যাম্প প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা (সাস) সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় “বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও প্রাথমিক চিকিৎসা প্রদান ক্যাম্প ৪ মার্চ ২০২৪ সকাল ৯ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধন করা হয়। পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ক্যাম্প উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নাজিম সরদারসহ সাসের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।