ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভাতশালা বিজয়ী

Sk Rayhan
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন ।। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ মাঠে লক্ষ টাকার উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর, ২৩ ইং রবিবার বিকাল ৪ টায় সখিপুর উদয়ন সংঘের আয়োজনে দেবহাটা উপজেলা পরিষদ ফুটবল টুর্নামেন্টের ৪ দলীয় নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটার ভাতশালা গনগ্ৰন্থাগার ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহণ করে দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ। দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা -৩ আসনের এমপি ডাঃ রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন ও সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আব্দুল্লাহ্ আল আজাদ।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এসময় খেলাধুলার প্রতি যুবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। তিনি বলেন, বর্তমান বিশ্বে আমরা খেলাধুলার মাধ্যমে একটি অবস্থান তৈরি করতে পেরেছি। এধরনের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি যুবকদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত রেফারী শেখ কামাল হোসেন। তাকে সহযোগীতা করেন নাজমুল হোসেন ও জাহিদুল ইসলাম। এছাড়া ৪র্থ রেফারী হিসেবে ছিলেন তৌহিদুল ইসলাম সুজন। খেলায় টাইব্রেকারে ভাতশালা ৩-২ গোলে জয়লাভ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।