সমাজ চেতনা ডেস্কঃ সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল খেশরা ইউনিয়নের শাহজাতপুর গ্রামে আলোকিত মানুষ দেবাশীষ রায় অলোক কর্তৃক প্রতিষ্ঠিত 'বিদ্যা বিকাশ কেন্দ্রে' সাংবাদিক ও এলাকার সুধীজনদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২ টায় শাহজাতপুর গ্রামের পুণ্ডরীক পাড়ায় প্রতিষ্ঠাতার আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন বিদ্যা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ রায় অলোক, প্রতিষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাএম.এম ফজলুল হক, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমিনুল ইসলাম, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক এস,এম লিয়াকত হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আসাদুল্লাহ মিঠু, অবঃ বিমান বাহিনীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী টিটু, যুবলীগ নেতা জনি, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল সমাজ চেতনার নির্বাহী সম্পাদক সানজিদুল হাসান, সাংবাদিক সেলিম হায়দার, এম এ ফয়সাল, কেএম শাহিনুর রহমান, তাপস সরকার, ইমরান হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যা বিকাশ কেন্দ্র এলাকার শিক্ষার্থীদের জ্ঞানের আলো প্রসারিত করার জন্য পাঠ্য পুস্তক ছাড়াও নৈতিক ও আদর্শ শিক্ষা প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, রাস্তাঘাট পরিচ্ছন্নকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানামুখী সেবামূলক কাজ করে যাচ্ছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যা বিকাশ কেন্দ্রের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশীষ রায় অলোক সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona