ইফতিয়াজ সুমন, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ এবং প্রবাসের সর্বস্তরের সাধারন মানুষ সহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় ছাত্র সমাজ সুনামগঞ্জ জেলার আহবায়ক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সুমন আহমেদ স্বপন।
শুভেচ্ছা বার্তায় বলেন, হযরত ইব্রাহিম আঃ এর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি পবিত্র ঈদুল আযহা। করোনা ভাইরাস / বন্যা /বজ্রপাত দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতি মোকাবেলা করে পিছনে ফেলে আসা দিনগুলো অতিক্রম করে সামনে পবিত্র ঈদূল আযহা জন জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা।
ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।
এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল আযহার শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি।