নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ( বিটিএ) এর ঘোষিত কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পালিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে সমুজ উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্লাসরুম তালাবদ্ধ এবং শিক্ষকবৃন্দকে প্রতিষ্ঠানে অবস্থান করতে দেখা গেছে।
সমুজ আলীর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসিম মোদক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি, বিটিএ ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয়করণ দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসূচি চলবে।
স্কুলে এসেও শিক্ষার্থীদের ফিরে যেতে দেখা গেছে। ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানায়, সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আন্দোলন কর্মসূচি পালন করছেন বলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুলে ক্লাস হবে না জানতে পেয়ে ফিরে যাচ্ছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, এর সত্যতা স্বীকার করে বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সংগঠনের সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দোয়ারাবাজারের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালনের খবর জানতে পেয়েছি।