ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে শহিদ মিনার নির্মাণের ঢালাই কাজ উদ্বোধন

Sk Rayhan
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে শহিদ মিনার। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন শহিদ মিনারের ঢালাই কাজ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকারসহ অন্যান্যদের নিয়ে এ ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রসঙ্গত, বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকার তিন ইউনিয়নের নারী শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করে আসছে। কিন্তু এ যাবৎ অস্থায়ী শহিদ মিনারে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছিল। এবছর সরকার আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের নির্দেশনা দেয়। বিদ্যালয়ের নিজ খরচে এ শহিদ মিনার নির্মাণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিদ্যালয়ের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ম্যানেজিং কমিটির সভায় অনুমোদন দেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম বলেন, একুশের চেতনা বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। একুশের মহান ভাষা আন্দোলনের পথ ধরে বাঙালি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। তাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ও মহান একুশের চেতনায় তথা মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যেই শহিদ মিনার নির্মাণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।