পরিতোষ কুমার বৈদ্য,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই উদ্দেশ্যে বরগুনা জেলার পাথরঘাটা ও সতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নারীদের নেতৃত্ব উন্নয়নে এনগেজ প্রকল্প কাজ কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।
উক্ত প্রশিক্ষণে নেতৃত্ব কি, নেতার গুনাবলী, নেতৃত্ব উন্নয়ন কৌশল, সংগঠন কি, সংগঠন তৈরি, সংগঠন ব্যবস্থাপনার উপায়, সংগঠনের ভূমিকা, সংগঠনকে টেকসই করার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona